বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা
মস্কোতে হামলা

অভিযোগের আঙুল ইউক্রেনের দিকেও

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে সন্ত্রাসী হামলার জন্য ইউক্রেনের দিকে আঙুল তুলেছেন। বলেছেন, মস্কোর ক্রকাস সিটি হলে হামলাকারী ‘সন্ত্রাসীদের’ জন্য ইউক্রেনে কারা অপেক্ষা করছিল, সেই প্রশ্নটি অনিবার্যভাবে সামনে চলে আসছে এবং এর উত্তর জানা জরুরি। কারণ হামলা শেষে ‘সন্ত্রাসীরা’ ইউক্রেনেই যাওয়ার চেষ্টা করল। কিন্তু সেদিকেই কেন সন্ত্রাসী যাচ্ছিল তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। মস্কো হামলার বিষয়ে অনুষ্ঠিত রুশ সরকারের একটি বৈঠকে পুতিন এসব কথা বলেছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। তিনি বলেন, এটা স্পষ্ট যে, যারা কিয়েভের শাসকদের সমর্থন করছে, তারা সন্ত্রাসের সহযোগী হতে চায় না এবং সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকও হতে চায় না। কিন্তু তারপরও অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। অবশ্য রুশ প্রেসিডেন্টের এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। তারা বলছে, হামলা ঠেকানোর ব্যর্থতাকে আড়াল করতেই পুতিন ইউক্রেনের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। এদিকে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৯ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত শতাধিক মানুষ বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

যাদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে। এদিকে অভিযুক্ত বন্দুকধারীদের বাড়িতে অভিযান চালিয়ে হামলার প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত বেশকিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন রাশিয়ার অপরাধ তদন্ত কমিটির প্রধান। হামলাকারীরা একটি ভাড়াবাড়িতে থাকত, যে বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাস্ট্রিকিন। সব মিলিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর