বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মেরে ফেলা হলো বিশ্বের সবচেয়ে বড় সাপটি

মেরে ফেলা হলো বিশ্বের সবচেয়ে বড় সাপটি

গত মাসে দেখা মেলে বিশ্বের সবচেয়ে বড় সাপের! ভয়াবহ, দৈত্যকায়। লম্বায় ২৬ ফুট, ওজন ৪৪০ পাউন্ড। সাপটির নাম নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। বিজ্ঞানীদের মতে, এটিই এখন পর্যন্ত সব থেকে বড় ও সব থেকে বেশি ওজনের সাপ। অ্যামাজনের ঘন জঙ্গলে সাপটির সন্ধান মেলে গত মাসে। কয়েক সপ্তাহের মধ্যেই সেই সাপটিকে গুলি করে হত্যা করেছে শিকারিরা। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, অ্যামাজনের বনিতো গ্রামের ফরমোসো নদীতে ২৪ মার্চ নর্দান গ্রিন অ্যানাকোন্ডার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। সাপটি সম্পর্কিত একটি গবেষণা বিজ্ঞানবিষয়ক জার্নাল ডাইভারসিটিতে ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। এর পরই ৪০ বছর বয়সী ডাচ জীববিজ্ঞানী অধ্যাপক ফ্রিক ভঙ্ক বিশালাকার অ্যানাকোন্ডার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডার মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে ভঙ্ক বলেন, ‘এ খবরে আমি খুব দুঃখিত ও একই সঙ্গে ক্ষুব্ধ।’

সর্বশেষ খবর