বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা
পর্ন তারকাকে ঘুষ

ট্রাম্পের বিচার শুরু ১৫ এপ্রিল

ট্রাম্পের বিচার শুরু ১৫ এপ্রিল

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হবে ১৫ এপ্রিল। ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা হয়েছে। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভবত একমাত্র এ মামলায় আদালতে হাজির হতে হচ্ছে রিপাবলিকান পার্টির প্রার্থীকে। অবশ্য ট্রাম্প তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সবকটি অস্বীকার করেছেন। ট্রাম্পের যুক্তি, তার বিরুদ্ধে আনা অভিযোগ অপরাধের পর্যায়ে পড়ে না। ট্রাম্প জানিয়েছেন, ‘এটা যথেষ্টই অমর্যাদাকর। আমি রায়ের বিরুদ্ধে আবেদন করব।’ এদিকে ওই মামলার ওপর ‘গ্যাগ অর্ডার’ জারি করেছেন আদালত। এর অর্থ হলো, ট্রাম্প বা ট্রাম্প শিবিরের কেউ এ মামলা, মামলা সংশ্লিষ্ট আদালত কর্মী, জুরি, সাক্ষী এবং জেলা অ্যাটর্নি কার্যালয়ের কোনো আইনজীবী বা তাদের পরিবারকে নিয়ে জনসম্মুখে কোনো ধরনের মন্তব্য করতে বা মামলা-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করতে পারবে না। অন্যদিকে প্রতারণার অন্য একটি মামলায় শেষ মুহূর্তে ট্রাম্পের বন্ডের পরিমাণ ৪৬ কোটি ৪০ লাখ ডলার থেকে কমিয়ে ১৭ কোটি ৫০ লাখ করেছে নিউইয়র্কের একটি আদালত। বন্ডের এ অর্থ জমা দিতে তাকে ১০ দিন সময় দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর