শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভোটের আগে ১,০১৭ কোটি টাকা দিতে হবে কংগ্রেসকে

লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল ভারতের কংগ্রেস দল। দেশটির আয়কর বিভাগ এক নোটিস জারি করে বলেছে, তাদের ১ হাজার ১৭ কোটি টাকা আয়কর দিতে হবে ভোটের আগেই। আয়কর দফতর জানিয়েছে, ২০১৭-১৮ থেকে ২০২১-২২ পর্যন্ত কংগ্রেস যে রিটার্ন ফাইল করেছে, তা খতিয়ে দেখার পর সুদ ও জরিমানাসহ এ অর্থের পরিমাণ ধার্য করা হয়েছে। বৃহস্পতিবারই দিল্লি হাই কোর্ট এ বিষয়ে কংগ্রেসের একটি আবেদন খারিজ করে দেয়। তার পরই আয়কর দফতর এ নোটিস পাঠিয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, ‘নির্বাচনি বন্ড কেলেঙ্কারির হাত থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে কংগ্রেসের ওপর এভাবে আয়কর নোটিস দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর