শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সন্তান জন্ম দিলেই লাখ টাকা

সন্তান হলেই মিলবে লাখ লাখ টাকা পুরস্কার। এমনই ঘোষণা করা হয়েছে দক্ষিণ কোরিয়ার একটি নামি নির্মাণ সংস্থার তরফে। কর্মীদের সন্তান পালনে উৎসাহ দিতেই এমন ঘোষণা বলে মনে করা হচ্ছে। স্থানীয় একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অত্যন্ত কম জন্মহার বৃদ্ধির লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সংস্থার তরফে জানানো হয়েছে যে, পুরুষ এবং মহিলা দুজনেই পাবেন এ সুবিধা।

ক্রমেই জনসংখ্যা কমছে দক্ষিণ কোরিয়ার। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রশাসনের তরফে। তাই দেশের জনসংখ্যা বাড়াতে বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়ার কথা ভাবছে সে দেশের সরকার। দেশের এ অত্যন্ত কম জন্মহারের উন্নতির জন্য এগিয়ে এসেছে একটি সংস্থা। সিওলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার একটি নামি নির্মাণ সংস্থা বুয়ং গ্রুপ একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে ওই সংস্থায় কর্মরত যে কোনো কর্মী সন্তান জন্ম দিলে পবেন ১০০ মিলিয়ন কোরিয়ান ওয়ান (প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার)।

সর্বশেষ খবর