রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ডাচ নাইটক্লাবে জিম্মি দশার অবসান, গ্রেফতার ১

ডাচ নাইটক্লাবে জিম্মি দশার অবসান, গ্রেফতার ১

নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলে একটি জনপ্রিয় নাইটক্লাবে কয়েকজনকে জিম্মি করে রাখা বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যদিয়ে ক্যাফে পেটিকোট নামের ওই নাইটক্লাবে জিম্মি দশার অবসান ঘটল। গতকাল এ ঘটনা ঘটে। বিসিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল ভোর রাতে ওই নাইটক্লাবে ঢুকে চারজনকে জিম্মি করে রাখে এক ব্যক্তি। সেই সঙ্গে সেখানে বোমা মেরে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে, ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে তাকে আগে থেকেই চিনত পুলিশ। জিম্মিদের ছুরি দিয়ে হুমকি দিয়েছিলেন তিনি। জিম্মির পরপরই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে জিম্মি দশার প্রায় ৬ ঘণ্টা পর চতুর্থজনকে ছেড়ে দেওয়া হয়। এর পরপরই মুখোশ পরা এক ব্যক্তি মাথার পেছনে দুই হাত দিয়ে ওই ভবন থেকে বেড়িয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তখন তাকে গ্রেফতার করা হয়। তবে ওই নাইটক্লাবের কর্মীদের তিনি কেন জিম্মি করেছিলেন তা জানা যায়নি। নাইটক্লাবের মালিক স্থানীয় ডি টেলিগ্রাফ পত্রিকাকে জানিয়েছেন, জিম্মিরা সবাই ওই ক্লাবের কর্মী ছিলেন। আমস্টারডাম থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের ওই এলাকায় বিস্ফোরকবিরোধী ও সশস্ত্র পুলিশের কয়েকটি ইউনিটকে দেখা গেছে। ঘটনার পর আশপাশের এলাকা থেকে অন্তত ১৫০ বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং এলাকাবাসীকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে। শহরের ভিতরে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর