সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
কেজরিওয়াল গ্রেফতার

দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশ

বিজেপিকে নিশানা রাহুল, সুনীতার

কলকাতা প্রতিনিধি

দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে দিল্লিতে বড় সমাবেশ করেছে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’। গতকাল দিল্লির রামলীলা ময়দানে ‘গণতন্ত্র বাঁচাও’   শীর্ষক এ সমাবেশে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, এনসিপি প্রধান শারদ পাওয়ার, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, আরজেডি নেতা তেজস্বী যাদব, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আপ নেতা ভগবন্ত মান, দিল্লির আপ নেতা সৌরভ ভরদ্বাজ, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন প্রমুখ।

জোটের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি উপস্থিত না থাকলেও দলের তরফে হাজির ছিলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। সমাবেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, ‘ভারতে যে নির্বাচন হতে চলেছে, নরেন্দ্র মোদি সেখানে ম্যাচ ফিক্সিং করার চেষ্টা করছেন। লোকসভার ৪০০ আসনে জেতার যে স্লোগান ওরা দিচ্ছে, তাতে ইভিএম, ম্যাচ ফিক্সিং, সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করা বা তাদের কিনে নেওয়া ছাড়া ১৮০ আসনে জেতা কষ্টকর।’

সমাবেশে কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল বলেন, ‘আপনাদের কেজরিওয়ালকে নরেন্দ্র মোদির সরকার গ্রেফতার করেছে। তারা দাবি করছে তাকে দিতে হবে। কিন্তু আমি বলব আপনাদের কেজরিওয়াল হলো একটা সিংহ। খুব বেশি দিন তাকে কারাগারে রাখা যাবে না। তিনি কয়েক কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যে বাহাদুরি ও সাহসের সঙ্গে তিনি দেশের জন্য লড়াই করছেন, তাতে আমার মনে হয়েছে ও একজন স্বাধীনতা সংগ্রামী ছিল, যিনি দেশের জন্য লড়াই করতে করতে শহীদ হয়েছিলেন।’

গত সপ্তাহে আবগারি নীতি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। সেই মামলায় তিনি এখনো জেলেই রয়েছেন।

 

সর্বশেষ খবর