সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঝড়ে লন্ডভন্ড ভারতের জলপাইগুড়ি, নিহত ৪

কলকাতা প্রতিনিধি

কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। ওই জেলার জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ি তিস্তাপাড়ের এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকাল বিকালে ঝড়ের তান্ডবে একাধিক বাড়ি ভেঙে পড়েছে, উপড়ে পড়েছে গাছ-বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত অন্তত দুই শতাধিক কাঁচা বাড়ি। প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে চারজনের, আহতের সংখ্যা অর্ধশতাধিক।

জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার সকালে প্রথম দফায় কালবৈশাখী ঝড় বয়ে গেলেও তা খুব বেশি ভয়ংকর রূপ ধারণ করেনি। বিকালে আচমকা ভয়ংকর কালবৈশাখী আঘাত হানে। দুপুর ৩টা থেকে আধা ঘণ্টার জন্য এই ঝড় স্থায়ী হয়। তাতেই আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় হাজার বাড়িঘর। ঝড়ের কারণে গৃহহীন হয়ে পড়েছে ২ হাজার মানুষ। সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকা। ক্ষতিগ্রস্ত গ্রামে উদ্ধারকাজে নামানো হয়েছে জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ফায়ার সার্ভিসকে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়নাগুড়ি ব্লক হাসপাতাল ও জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দেখতে সন্ধ্যায় হাসপাতালে ছুটে গেছেন জলপাইগুড়ির বাম, বিজেপি ও তৃণমূল প্রার্থীরা।

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সর্বশেষ খবর