বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

অরুণাচলের ৩০ স্থানের নতুন নাম দিয়েছে চীন, ক্ষুব্ধ ভারত

আপনার বাড়ির নাম আমি বদলে দিলে সেটা কি আমার হয়ে যায় : জয়শঙ্কর

অরুণাচলের ৩০ স্থানের নতুন নাম দিয়েছে চীন, ক্ষুব্ধ ভারত

অরুণাচল নিজেদের দাবি করে চীন অঞ্চলটির অন্তত ৩০টি স্থানের নতুন নাম দিয়েছে। চীনের পক্ষ থেকে ১ মে থেকে এ নামগুলো কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে বেইজিংয়ের নতুন নামকরণের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ভারত। একই সঙ্গে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে নয়াদিল্লি। গত শনিবার এক বিবৃতিতে চীন উল্লেখ করে, রাজ্য পরিষদের স্থানের নাম ব্যবস্থাপনা-সংক্রান্ত সংশ্লিষ্ট আইন অনুযায়ী দক্ষিণ তিব্বতের প্রায় ৩০টি স্থানের মানসম্মত নামকরণ হয়েছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আবিষ্কৃত নাম বাস্তবতা পরিবর্তন করবে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য এবং অবিচ্ছিন্ন অংশ ছিল, আছে এবং থাকবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রশ্ন রেখে বলেছেন, ‘আপনার বাড়ির নাম আমি বদলে দিলে সেটা কি আমার হয়ে যায়? মালিকানা বদলে যায়? যায় না। তেমনই অরুণাচল প্রদেশের নাম বদলালেও এ রাজ্য কখনো চীনের হবে না।’ অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নাম চীন অনেক দিন ধরেই বদলে দিচ্ছে। এর মধ্যে গত শনিবার তারা ওই প্রদেশের আরও ৩০টি এলাকার নাম তাদের পছন্দমতো বদলে দিয়েছে। এবার নিয়ে চতুর্থবারের মতো চীন অরুণাচলের কিছু এলাকার নাম পরিবর্তন করে নিজেদের মতো করে রাখল। নাম পরিবর্তনের মধ্যে রয়েছে ১১টি আবাসিক এলাকা, ১২টি পার্বত্য এলাকা, চারটি নদী, একটি হ্রদ, একটি গিরিপথ ও একটি ফাঁকা ভূমি। এর আগে ২০১৭, ২০২১ ও ২০২৩ সালে চীন তিন দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার নাম নিজেদের মতো করে রেখেছিল। এর আগে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে তাদের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

সর্বশেষ খবর