শিরোনাম
বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সৌদিতে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের নামাজ পড়ার নির্দেশনা

উম্ম আল-কুরা দিনপঞ্জি অনুযায়ী ওই সময় নির্ধারণ করা হয়েছে

এবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ এ নির্দেশনা জারি করে বলেছেন, দেশটিতে উম্ম আল-কুরা দিনপঞ্জি অনুযায়ী ওই সময় নির্ধারণ করা হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা ইতোমধ্যে পাঠানোও হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে খোলা মাঠে ও মসজিদে। তবে যেসব মসজিদের পাশে খোলা মাঠ কিংবা ঈদগাহ আছে, সেসব মসজিদের ভিতরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা যাবে না। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও আরামে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন, সে জন্য আগে থেকে সংশ্লিষ্ট মাঠ ও মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় সংস্কারসহ প্রাথমিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ছেন আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ।

 

সর্বশেষ খবর