বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
যুদ্ধ

রাশিয়ার বড় তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। ফ্রন্টলাইন থেকে ৮০০ মাইল দূরের এ তেল শোধনাগারটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যে ইউনিটে ড্রোনটি আঘাত হানে সেটিতে দৈনিক প্রায় ১ লাখ ৫৫ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাতকরণ করা যায়। তবে একটি সূত্র জনিয়েছে, হামলায় ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ড্রোনটি শোধনাগারের প্রাথমিক পরিশোধন ইউনিটে আঘাত হানে। ফলে এতে বড় ধরনের ক্ষতি হয়নি। নামপ্রকাশ না করার শর্তে রুশ একটি সূত্র জানিয়েছে, ক্ষতি বেশি না হওয়ায় এরই মধ্যে কর্মীরা প্ল্যান্টে ফিরে এসেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পরপরই সেখানে আগুন ধরে যায়। তবে ২০ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়। তা ছাড়া উৎপাদন ব্যবস্থায়ও কোনো প্রভাব পড়েনি। গত কয়েক মাস রাশিয়ার তেল শোধনাগারে হামলা শুরু করেছে ইউক্রেন। এতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রফতানিকারক দেশ রাশিয়ার তেল বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে।

রয়টার্সের এক হিসাব অনুযায়ী, ইউক্রেনীয় ড্রোন হামলার ফলে রাশিয়ার তেল শোধনের সক্ষমতা প্রায় ১৪ শতাংশ হ্রাস পেয়েছে।

সর্বশেষ খবর