শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

‘প্রত্যক্ষ সংঘাতে লিপ্ত রাশিয়া ও ন্যাটো’

প্রত্যক্ষ সংঘাতে লিপ্ত হয়েছে রাশিয়া ও উত্তর আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন (ন্যাটো)। গতকাল মার্কিন নেতৃত্বাধীন জোটের ৭৫তম বার্ষিকী উপলক্ষে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রয়টার্স জানায়, দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন রাশিয়া ও ন্যাটোর সম্পর্ক এখন সরাসরি সংঘর্ষের পর্যায়ে চলে গেছে।

তিনি আরও বলেন, ইউক্রেনকে ঘিরে সংঘাতে জড়িয়ে গেছে ন্যাটো। আমাদের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে তারা। শুধু তাই না, সামরিক অবকাঠামো প্রসারিত করছে এ জোট। পূর্বদিকে ন্যাটোর ধারাবাহিক সম্প্রসারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এ জোটকে প্রতিরোধ করার জন্য দুই বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছিলেন পুতিন। এ যুদ্ধ ন্যাটোকে আরও ত্বরান্বিত করেছে। যার ফলে ফিনল্যান্ড ও সুইডেন পর্যন্ত প্রসারিত হয়েছে এটি। পুতিন বারবার বলেন, স্নায়ুযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে প্রতারণা করেছে পশ্চিমারা। কারণ মস্কোর ওয়ারশ প্যাক্ট জোট ভেঙেছে তারা। কিন্তু পূর্ব দিকে অগ্রসর হয়েছে ন্যাটো। আগের চুক্তির সদস্য ও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন তিনটি বাল্টিক রাষ্ট্রকে নিয়ে তারা অগ্রসর হয়েছে।

 

সর্বশেষ খবর