শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মিয়ানমারে রাজধানীর সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের হামলা

ক্ষমতাসীন জান্তা বাহিনীর সঙ্গে দেশের বিভিন্ন প্রদেশে চলমান যুদ্ধের ধারাবাহিকতায় এবার মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা করেছে সামরিক শাসনবিরোধী সশস্ত্র বিদ্রোহীদের ঐক্যমঞ্চ পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (পিডিএফ)। দেশটির জান্তাবিরোধী গণতান্ত্রিক ও সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (নাগ) ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। ২৯টি বিস্ফোরকবাহী ড্রোনের এ হামলার লক্ষ্য ছিল শহরটির বিমান বন্দর, বিমানবাহিনীর ঘাঁটি এবং সামরিক ঘাঁটি। খবর- বিবিসি।

মিয়ানমারের সামরিক জান্তা এর মাঝে সাতটি ড্রোন গুলি করে আকাশচ্যুত করতে সক্ষম হয়।

এ হামলায় কোনো হতাহতের খবর জানা যায়নি। তবে মিয়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলোতে এ হামলার কোনো সংবাদ এখনো প্রচার করা হয়নি। বেসরকারি সংবাদমাধ্যমগুলো অবশ্য হামলার সংবাদ প্রকাশ করেছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নেতৃত্বের সরকার উৎখাতের পর থেকেই সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী দলগুলো। গত তিন বছরে এ সংঘর্ষে হাজার হাজার মানুষ মারা গেছেন, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। দেশের বিভিন্ন এলাকা দখলে নিয়েছে বিদ্রোহী দলগুলো। এনইউজির দাবি, দেশটির ৬০ শতাংশ এখন আর সামরিক জান্তার দখলে নেই।

সর্বশেষ খবর