শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানে বিচারকদের ‘বিষাক্ত’ পাউডারযুক্ত চিঠিতে হুমকি

ইসলামাবাদের পরে এবার লাহোরের বিচারকদের হুমকি চিঠি। চিঠির সঙ্গে রয়েছে বিষাক্ত পাউডারও। দুই দিন আগেই বিষাক্ত পাউডারযুক্ত হুমকি চিঠি পায় ইসলামাবাদের বিচারকরা। এবার এ ধরনের চিঠি পেল লাহোর হাই কোর্টের বিচারক ও প্রধান বিচারপতি। বুধবার প্রধান বিচারপতি কাজি ফয়েজ ঈসাসহ সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারক একই ধরনের চিঠি পেয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি পুলিশ।

এ নিয়ে পাকিস্তানে অন্তত ১৭ বিচারককে ‘বিষাক্ত’ পাউডারযুক্ত চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। এফআইআর অনুসারে, চিঠিগুলোতে একটি নির্দিষ্ট ছবি এবং ইংরেজি শব্দ ‘ব্যাসিলাস অ্যানথ্রাসিস’ লেখা ছিল।

চিঠিতে পাকিস্তানের জনগণের সমস্যার জন্য বিচারপতিদের দায়ী করা হয়েছে। ব্যাসিলাস অ্যানথ্রাসিস হলো ব্যাকটিরিয়া, যা অ্যানথ্রাক্স সৃষ্টি করে। লাহোরের ডেপুটি পুলিশ প্রধান আলী নাসির রিজভি জানিয়েছেন, চিঠিগুলো তদন্তের জন্য সন্ত্রাস দমন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আদালতেও পরীক্ষা করা হচ্ছে।

 

সর্বশেষ খবর