শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সমীক্ষায় বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রায়ই সমীক্ষা প্রকাশ করে। সর্বশেষ সমীক্ষায় এবার দাবি করা হয়েছে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত! যেখানে জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে যোজন যোজন পেছনে। প্রাথমিকভাবে অনুমান, দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য বাইডেনকেই দায়ী করেছেন আমজনতা। সবমেলি সাতটি প্রদেশে সমীক্ষা চালানো হয়েছে। তার মধ্যে ছটিতেই ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন সাধারণ মানুষ। পেনসিলভানিয়া, মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা ও নর্থ ক্যারোলিনায় এগিয়ে রয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, ২০২০ সালে এ নেভাডাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হেরে গিয়েছিলেন রিপাবলিকান নেতা।

তবে চার বছর পরে সেই নেভাডাতেই জেতার মতো পরিস্থিতিতে রয়েছেন ট্রাম্প। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে অন্তত দুই থেকে আট শতাংশ বেশি ভোট পেতে পারেন তিনি। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, একটিমাত্র প্রদেশে ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন বাইডেন। রিপোর্টে আরও বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কার্যকলাপ নিয়ে ক্ষোভ রয়েছে আমজনতার মনে। আবার অনেকেই মনে করছেন, শারীরিকভাবে ফিট নন বলেই বাইডেনের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়।

 

সর্বশেষ খবর