সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

৭৮ বছর পর থাই রাজার মৃত্যুর পুনঃতদন্ত দাবি

৭৮ বছর পর থাই রাজার মৃত্যুর পুনঃতদন্ত দাবি

থাইল্যান্ডের ইতিহাসের অন্যতম বিতর্কিত মামলাগুলোর মধ্যে একটি হলো রাজা আনন্দ মাহিদোলের ‘অস্বাভাবিক’ মৃত্যু। থাইল্যান্ডের রাজা আনন্দকে ১৯৪৬ সালে তার শয়নকক্ষে গুলি করে হত্যা করা হয়েছিল। এ মামলা ফের চালু করার জন্য আবেদনের শুনানি শুরু হয়েছে। রাম অষ্টম নামেও পরিচিত ছিলেন রাজা আনন্দ। তিনি ১৯৩৫ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। বর্তমান থাই রাজা মহা ভাজিরালংকর্নের চাচা এবং শেষ রাজা ভূমিবল আদুলিয়াদেজের বড় ভাই ছিলেন তিনি।

১৯৪৬ সালের ৯ জুন মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ঘরের বিছানায় দেহ মেলে ২০ বছর বয়সী আনন্দের। সরকারি তদন্ত এবং ১৯৫৪ সালে শেষ হওয়া তিনটি আদালতের রায় অনুসারে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। প্রাসাদের তিন কর্মকর্তাকে রাজহত্যায় জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। ১৯৫৫ সালে তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী প্রিদি ব্যানোমিয়ং এই ষড়যন্ত্র করেন। প্রিদিকে নির্বাসনে পাঠানো হয়। তবে এই মৃত্যু নিয়ে ৬২ বছরের অভিজ্ঞ রসায়নবিদ কুঙ্গওয়াল দাবি করেছেন। রাজা নিজেই নিজেকে গুলি করেন অর্থাৎ হত্যা নয়।

সর্বশেষ খবর