সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নেতানিয়াহুবিরোধী সমাবেশে ঢুকে পড়ল গাড়ি

নেতানিয়াহুবিরোধী মিছিলে উত্তাল ইসরায়েল। রাজধানী তেল আবিবের পথে নেমে বিক্ষোভে অংশ নিচ্ছে হাজারো মানুষ। সে প্রতিবাদ মিছিলে সজোরে ঢুকে পড়ে গাড়ি। অবশ্য তাতে কারও মৃত্যু না ঘটলেও পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ছয় মাস ধরে গাজায় হামাসবিরোধী অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনা। তার প্রতিবাদে ইতোমধ্যে একাধিকবার বিক্ষোভ হয়েছে দেশের ভিতরে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গর্জে উঠেছেন আমজনতা। গত শনিবারও সে রকমই একটি জমায়েত হয় তেল আবিবে। অন্তত ৪৫ হাজার মানুষ এ জমায়েতে অংশ নেয় বলে জানা গেছে। তবে আয়োজকদের দাবি, সেখানে হাজির ছিলেন এক লাখেরও বেশি প্রতিবাদী। নতুন করে দেশে প্রধানমন্ত্রী নির্বাচন হোক, এই দাবিতে সরব হন তারা। সে মিছিলেই আচমকা গাড়ি নিয়ে ছুটে আসে এক ব্যক্তি। সোজা বিক্ষোভকারীদের পিষে দেয। এমনকি গাড়ি থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে তর্কাতর্কিও করতে থাকে গাড়ির চালক। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সর্বশেষ খবর