সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

রুশবান্ধব প্রেসিডেন্ট পেল স্লোভাকিয়া

রুশবান্ধব প্রেসিডেন্ট পেল স্লোভাকিয়া

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী পিটার পেল্লেগ্রিনি জয়ী হয়েছেন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়ী হন। এর ফলে দেশটিতে রুশপন্থি প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ক্ষমতা আরও সুসংহত হবে। রয়টার্স জানিয়েছে, ৯৯ দশমিক ৬৬ শতাংশ ভোট গণনার পর পেল্লেগ্রিনি পেয়েছেন ৫৩ দশমিক ২৬ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী পশ্চিমাপন্থি প্রার্থী ইভান করকক পেয়েছেন ৪৬ দশমিক ৭৩ শতাংশ ভোট। স্লোভাক প্রেসিডেন্টের খুব বেশি নির্বাহী ক্ষমতা নেই। তবে তিনি আইনে ভেটো দিতে বা সাংবিধানিক আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। সাংবিধানিক আদালতের বিচারকও নিয়োগ দেন প্রেসিডেন্ট। যা ফিকোর রাজনৈতিক সংস্কারের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ৪৮ বছর বয়সী পেল্লেগ্রিনির জয়ী হওয়ায় কেন্দ্রের সমর্থন পাবেন ফিকো। গত বছর অক্টোবরে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন ফিকো। তিনি তার পররাষ্ট্র নীতিকে রুশঘেঁষা করেছেন।

সর্বশেষ খবর