সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

হিথ্রো বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার বিমানবন্দরের রানওয়েতে ভার্জিন আটলান্টিকের একটি বিমানের সঙ্গে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানের সংঘর্ষের পর জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। বিবিসি জানায়, টার্মিনাল ৩-এ একটি খালি ভার্জিন ৭৮৭ বিমান নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ সেটির ডানার সঙ্গে ব্রিটিশ এয়ারওয়েজের এয়ারবাস এ৩৫০-এর সংঘর্ষ হয় এবং সেটির ডানার প্রান্তের একটি অংশ ভেঙে যায়। এয়ারবাস এ৩৫০ যাত্রী বোঝাই ছিল এবং সেটি ঘানার রাজধানী আক্রার উদ্দেশে রওনা হয়েছিল। তবে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সংঘর্ষের পরপরই ফায়ার সার্ভিসের অন্তত পাঁচটি ইউনিট দুর্ঘটনাস্থলে যায় এবং জরুরি উদ্ধার কাজ শুরু করে। উভয় উড়োজাহাজের গতি কম ছিল এবং সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর