মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মিয়ানমার সরকার শক্তি হারাচ্ছে : থাই প্রধানমন্ত্রী

মিয়ানমার সরকার শক্তি হারাচ্ছে : থাই প্রধানমন্ত্রী

স্রেথা থাভিসিন

তিন বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারের জান্তা বাহিনী দিন দিন দুর্বল হয়ে পড়ছে। দেশটিতে শান্তি ফেরাতে তাদের সঙ্গে আলোচনা শুরু করার এটাই ভালো সময় বলে মনে করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, গত বছর আগস্টে স্রেথা থাভিসিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর মিয়ানমারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করেছেন। তিনি প্রতিবেশী দেশটিতে শান্তি ফেরাতে কাজ করছেন। রবিবার দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্রেথা বলেন, ‘বর্তমান শাসকরা কিছু কিছু ক্ষেত্রে তাদের শক্তি হারাতে শুরু করেছেন। তবে তারা শক্তি হারাতে শুরু করলেও এখনো ক্ষমতা তাদেরই হাতে এবং তাদের কাছে অস্ত্র আছে। খুব সম্ভবত এটাই আলোচনা শুরু করার এবং একটি চুক্তিতে উপনীত হওয়ার সঠিক সময়।’ মিয়ানমারের বেশ কয়েকটি অঞ্চলে জান্তা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। দেশটির উৎখাত হওয়া সরকারি দলের বেশ কয়েকজন নেতা একত্রিত হয়ে গণতন্ত্রপন্থি একটি প্যারালাল সরকার গঠন করেছে এবং সেনাবাহিনীর সঙ্গে আগে থেকেই লড়াইরত বিভিন্ন আদিবাসী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একজোট হয়ে জান্তাবিরোধী তুমুল লড়াই শুরু করেছে।

সর্বশেষ খবর