মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চলে গেলেন ঈশ্বর কণার স্রষ্টা পিটার হিগস

চলে গেলেন ঈশ্বর কণার স্রষ্টা পিটার হিগস

১৯৬৪ সালে বিজ্ঞানী পিটার হিগস একটি নতুন মৌলের অস্তিত্বের কথা জানান। তখন গোটা বিশ্বে হইচই পড়ে যায়। এই নতুন মৌলের নাম দেওয়া হয় ‘হিগস-বোসন কণা’। এ বিজ্ঞানী তার তত্ত্বে বলেছিলেন, শনাক্ত হয়নি- এমন এক কণার কল্যাণেই মহাবিশ্বের সবকিছু ‘ভর’ পেয়েছে, আর ওই কণার কারণেই অটুট আছে মহাবিশ্ব। তার সেই তত্ত্ব বদলে দিয়েছিল বিজ্ঞানের গতিপথ। প্রায় অর্ধশতক পর আরেক যুগান্তকারী গবেষণায় প্রমাণ হয়, ‘হিগস-বোসন’ কণা সত্যিই আছে। তারই স্বীকৃতিতে ২০১৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পান পিটার হিগস। বিবিসি জানিয়েছে, সোমবার স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ বিজ্ঞানী। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বিগ ব্যাংয়ের পর মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছিল, সেই রহস্য ব্যাখ্যা করেছিলেন তিনি। প্রায় পাঁচ দশক এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন হিগস। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর দেয়। বিশ্ববিদ্যালয় তাকে ‘মহান শিক্ষক, পরামর্শদাতা এবং তরুণ প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রেরণা’ বলে বর্ণনা করেছে। হিগস ছিলেন রয়্যাল সোসাইটির সম্মানিত সদস্য। তিনি ২০১২ সালে হিগস সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স প্রতিষ্ঠা করেন।

সর্বশেষ খবর