বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নির্জন কারাবাস থেকে সু চি এবার গৃহবন্দি

নির্জন কারাবাস থেকে সু চি এবার গৃহবন্দি

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি থাকা প্রাক্তন গণতন্ত্রপন্থি নেত্রী নোবেলজয়ী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে ফের গৃহবন্দি করেছে জান্তা সরকার। 

মিয়ানমারে এখন চলছে তীব্র তাপপ্রবাহ। তাই এ সিদ্ধান্ত। জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানান, প্রচণ্ড গরমে হিট স্ট্রোক থেকে রক্ষার জন্য শুধু অং সান সু চি নয়, অন্যান্য বয়স্ক বন্দিদের জন্যও ব্যবস্থা করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে অং সান সু চির ছেলে কিম অ্যারিস কারাগারে তার মায়ের স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন।

মিয়ানমারের ছায়া সরকারের মুখপাত্র কিয়াও জ গতকাল রয়টার্সকে বলেন, ‘তাদের কারাগার থেকে বাড়ি পাঠানোয় ভালো হয়েছে। কেন না, বাড়ি কারাগার থেকে ভালো। তবে শর্তহীনভাবে অবশ্যই মুক্তি দিতে হবে তাদের।

সর্বশেষ খবর