শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ফিলিস্তিনকে এবারও জাতিসংঘের সদস্য হতে দিল না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার প্রস্তাব নিয়ে গতকাল নিরাপত্তা পরিষদে ভোট হয়। কিন্তু ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র বিপক্ষে অবস্থান নেওয়ায় এবারও ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য হতে পারল না। ২০১১ সাল থেকেই ফিলিস্তিন এ চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ভোটাভুটির মধ্যদিয়ে কার্যত ফিলিস্তিন রাষ্ট্রই স্বীকৃতি পাবার কথা। কিন্তু যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় সে স্বপ্ন অপূর্ণই রয়েছে। ১৫ ভোটের মধ্যে ১৩ সদস্য অংশ নেয় এবং কেবলমাত্র যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। অন্য ১২ ভোট ছিল পক্ষে। জাতিসংঘ সনদ অনুযায়ী খসরা রেজ্যুলেশনটি পাসের জন্যে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ৯ ভোট দরকার। এ ছাড়া, স্থায়ী পাঁচ সদস্যের কেউ একজন যদি ভেটো দেয় তাহলে সেটি পাস হয় না। এ পাঁচ স্থায়ী সদস্য হচ্ছে চীন, ফ্র্যান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। গাজায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিরা সংস্থাটির পূর্ণ সদস্য হওয়ার আবেদন করে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা বাতিল হয়ে গেল।

উল্লেখ্য, ফিলিস্তিন ২০১২ সাল থেকেই জাতিসংঘের ‘স্থায়ী পর্যবেক্ষক’ সদস্য হিসেবে অবস্থান করছে। এর আগে ফিলিস্তিনের মর্যাদা ছিল ‘পর্যবেক্ষক’র। ভেটো প্রদানের পক্ষে যুক্তি হিসেবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপস্থায়ী প্রতিনিধি রবার্ট উড বলেন, নিরাপত্তা পরিষদ সদস্যদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে যাতে নিশ্চিত হওয়া যায় যে, তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে এবং জাতিসংঘ সনদের পরিপূরক। কিন্তু সেই মানদণ্ড নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ খবর