শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ট্রাম্পের বিচারে ১২ সদস্যের জুরি গঠন

ট্রাম্পের বিচারে ১২ সদস্যের জুরি গঠন

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ফৌজদারি মামলার বিচারকাজ পরিচালনায় পূর্ণ ১২ সদস্যের জুরি গঠন করা হয়েছে। ট্রাম্পই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় ট্রাম্পের বিচার চলবে। বিচারের জন্য জুরি সদস্যদের বাছাই করেছেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ জুরিদের সাতজন পুরুষ এবং পাঁচজন নারী। তবে বিকল্প জুরি সদস্য বাছাইয়ের কাজ এখনো বাকি। ১২ সদস্যের পূর্ণ জুরি বাছাইয়ের কাজ শুরু হয়েছিল গত সোমবার। বৃহস্পতিবার জুরি গঠন হয়ে যাওয়ার পর মামলা তদারককারী বিচারপতি জুয়ান মার্চান বলেন, ‘আমরা আমাদের জুরি পেয়ে গেছি।

সর্বশেষ খবর