রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সবার আগে চাই ফিলিস্তিনে দখলদারির অবসান : তুরস্ক

সবার আগে চাই ফিলিস্তিনে দখলদারির অবসান : তুরস্ক

রিসেপ তাইয়েপ এরদোগান

ইরান ও ইসরায়েল ঘিরে চলমান উত্তেজনায় গাজার পরিস্থিতি থেকে মনোযোগ সরিয়ে নেওয়া উচিত নয়। বরং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ মন্তব্য করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

তুরস্ক সফররত মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ইরান এবং ইসরায়েলকে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানে ইসরায়েলের ড্রোন হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনার মাঝে গতকাল তুরস্ক সফর করছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ইরানের ইস্পাহান শহরে ড্রোন হামলা হয়েছে। এ হামলার দায় ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

তবে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা এ হামলার ঘটনাকে গুরুত্বহীন, ছোট এবং বাচ্চাদের খেলাধুলার সঙ্গে তুলনা করে রীতিমতো হাস্যরসও করেছেন। একই সঙ্গে হামলার সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তেহরান। যদিও মার্কিন একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে ইরানে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শৌকরি বলেন, চলমান উত্তেজনা ঘিরে এ অঞ্চলে উদ্বেগ রয়েছে। আমরা একেবারে শুরু থেকে সংঘাতের বিস্তারের বিষয়ে সতর্ক করে দিয়েছি। আমরা উভয়পক্ষকে (ইরান ও ইসরায়েল) সংযম দেখানোর আহ্বান জানিয়েছি। ফিদান বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার প্রধান কারণ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এবং ইসরায়েলের প্রতি পশ্চিমাদের সমর্থন। তিনি বলেন, এ সত্য থেকে আমাদের মনোযোগ অন্যদিকে ফিরিয়ে নিতে পারে এমন যে কোনো ঘটনাকে উপেক্ষা করা উচিত। ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানই আমাদের প্রথম অগ্রাধিকার হতে হবে। তুরস্কের এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী গাজায় আরও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেছেন। সংবাদ সম্মেলনে শৌকরি বলেন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল- সিসির তুরস্ক সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও প্রস্তুতির বিষয়ে তুরস্কের একটি প্রতিনিধি দল শিগগিরই মিসর সফর করবে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আলোচনা করতেই তার এ সফর। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, হানিয়া-এরদোগান চলমান গাজা সংঘাত নিয়ে আলোচনা করবেন। গাজার শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। তুরস্ক সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দল রয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে এরদোগানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া তুরস্কে গেলেন। বর্তমানে গাজা থেকে খানিকটা ঘুরে গেছে বিশ্ব নজর। এ সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরান ইসরায়েল হামলা-পাল্টা হামলা। রয়টার্স।

 

সর্বশেষ খবর