রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

৫০ ড্রোন ধ্বংসের দাবি মস্কোর

রুশ বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয়। গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রাশিয়ার আটটি অঞ্চলে ৫০টি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে ২৬টি ড্রোন ভূপাতিত করা হয়। এ ছাড়া ব্রায়ানস্ক, কুর্স্ক, তুলা, স্মোলেনস্ক, রিয়াজান ও কালুগা অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা সাধারণত রুশ ভূখণ্ডে হামলার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে অনেক ড্রোনের নিশানা রাশিয়ার জ্বালানি অবকাঠামো ছিল বলে প্রতীয়মান হয়েছে। কালুগা অঞ্চলের প্রধান ভ্লাদিস্লাভ শাপসা শনিবার বলেছেন, একটি ড্রোনের আঘাতে একটি সাব-স্টেশনে আগুন লেগেছিল। এদিকে, ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, শুক্রবার দিবাগত রাতে সাতটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া।

সর্বশেষ খবর