রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানে বন্যা সতর্কতা জারি

পাকিস্তানের পাহাড়ি প্রদেশ খাইবার পাখতুনখাওয়াতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। প্রদেশটির বাসিন্দাদের সতর্ক করে জানানো হয়েছে, এ বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে। মূলত হিমবাহ গলে যাওয়া এবং অত্যাধিক বৃষ্টিপাতের কারণে এ বন্যার শঙ্কা দেখা দিয়েছে। প্রাদেশিক বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) সাধারণ মানুষকে এখনই নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। পাকিস্তানের আবহাওয়া দফতর খাইবার পাখতুনখাওয়াতে আজ ২০ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। দেশটির পেশোয়ারে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। পাকিস্তান অবজারভার

 

সর্বশেষ খবর