সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

এশিয়াজুড়েই তীব্র দাবদাহ

এশিয়াজুড়েই তীব্র দাবদাহ

মেক্সিকোতে গরম থেকে বাঁচতে মা-সন্তানের চেষ্টা

শুধু বাংলাদেশ নয়, তপ্ত সূর্য কিরণে হাঁসফাঁস অবস্থা উপমহাদেশ থেকে শুরু করে এশিয়া বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়া। জানা গেছে, ৫০ বছরে এমন গরম দেখেনি এশিয়া।

এ মাসের শুরু থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ভয়ংকর গরম পড়তে শুরু করেছে। ৪ এপ্রিল মালয়েশিয়ায় হিট স্ট্রোকে তিন বছর বয়সী এক শিশু মারা যায়। এর পর থেকে দেশজুড়ে জলবায়ু-সম্পর্কিত অসুস্থতার প্রবণতা বেড়ে যায়। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলেও অস্বাভাবিক তাপমাত্রা দেখা দিতে শুরু করে। শুকিয়ে গেছে ধানখেত। জারি হয় জরুরি অবস্থা। ফিলিপাইন্সেও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। সর্বত্রই গরমের বিভীষিকা! জানা গেছে, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বিপন্ন অঞ্চলগুলোর একটি দক্ষিণ-পূর্ব এশিয়া। এপ্রিলের শুরু থেকেই সেখানে প্রচ  দাবদাহ দেখা গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে- যার মধ্যে রয়েছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম প্রভৃতি। প্রায় ৬৮ কোটি মানুষের বসবাস। এর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়েছে থাইল্যান্ডে। ৩ এপ্রিল থেকে থাইল্যান্ডে শুকনো মৌসুম শুরু। এ সময় থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায়। কাছেই ভিয়েতনামে শুরু হয় খরা-পরিস্থিতি। সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ায়। ভিয়েতনাম বিশ্বের অন্যতম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। কম বৃষ্টিপাতের ফলে সেখানকার কৃষকরা সমস্যায় পড়েছেন। শুকিয়ে যাচ্ছে ধানের জমি। এ বছর জলবায়ু বিশেষজ্ঞরা আরও দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ ও দাবদাহের আশঙ্কা করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর