সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মণিপুরে ১১ কেন্দ্রে আবার ভোট

ভারতে লোকসভার নির্বাচন

লোকসভা নির্বাচনে ভারতের মণিপুর রাজ্যে ১১টি কেন্দ্রে আবার ভোট গ্রহণ হচ্ছে আজ। শুক্রবার ওই কেন্দ্রগুলোতে সংঘাতের কারণে ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল মণিপুরের কয়েকটি বুথে সংঘাতের ঘটনা ঘটে। এমনকি গুলি চললে তাতে ভোটাররা পালিয়ে যান। ইভিএম মেশিনও ভাঙচুর হয়। এরপর নির্বাচন কমিশন জানায়, আজ সোমবার মণিপুর লোকসভা কেন্দ্রের ১১টি বুথে পুনর্র্নির্বাচন হবে। শুক্রবারের ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। ভারতে শুক্রবার শুরু হয়েছে লোকসভা নির্বাচন। কয়েকটি ধাপে আগামী ১ জুন পর্যন্ত চলছে ভোট গ্রহণ। মোদির দল বিজেপি টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।

অবশ্য কারচুপির অভিযোগ এনে মণিপুরে ৪৭টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছিল বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেস।

সর্বশেষ খবর