সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

গোটা বিশ্বে উত্তেজনার মধ্যে গোপনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

কখনো ক্ষেপণাস্ত্র তো কখনো ড্রোন, একের পর এক হামলা, পাল্টা হামলায় জেরবার ইরান-ইসরায়েল। দুই দেশের মুখোমুখি অবস্থান গোটা বিশ্বকে এনে দাঁড় করিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়। এমন পরিস্থিতিতে আমেরিকা একটি গোপন এবং বিশেষ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সমরবিদরা বলছেন, এ ক্ষেপণাস্ত্র এক ধাক্কায় ধ্বংস করে দেবে ইরানের পারমাণবিক ঘাঁটি। বলা হচ্ছে এটি এমন একটি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যা আমেরিকা ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই।  এর বিশেষত্ব ক্ষেপণাস্ত্রটি তীব্র মাইক্রোওয়েভ শক্তি প্রকাশ করে।

 এর প্রভাবে পারমাণবিক কেন্দ্রে উপস্থিত ইলেকট্রনিক যন্ত্রপাতি পুড়ে গলে যায়।

সর্বশেষ খবর