মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

মার্কিন জোট বাহিনীর একটি যুদ্ধবিমান হামলাকারীদের অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে

ইরাকের উত্তরাঞ্চলীয় একটি শহর থেকে প্রতিবেশী সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে। রবিবার এসব হামলা চালানো হয়েছে। ফেব্রুয়ারির প্রথমদিকের পর থেকে এ প্রথম মার্কিন বাহিনীর ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটল। ওই সময় ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা বন্ধ করেছিল। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে আসার এক দিন পরই হামলার এ ঘটনাটি ঘটল। যুক্তরাষ্ট্র সফরে সুদানি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন। কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী টেলিগ্রামে করা এক পোস্টে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের কার্যক্রম বন্ধ করা নিয়ে আলোচনায় তেমন অগ্রগতি না হওয়ায় প্রায় তিন মাস বিরতির পর ইরাকের সশস্ত্র উপদলগুলো ফের আক্রমণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। নাম না প্রকাশ করা শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, সিরিয়ার রুমালিনে জোট বাহিনীর একটি ঘাঁটির সেনাদের দিকে পাঁচটিরও বেশি রকেট ছোড়া হয়েছে। ওই কর্মকর্তা এ ঘটনাকে একটি ‘ব্যর্থ রকেট হামলা’ বলে অভিহিত করেছেন। রকেটগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে। ওই ঘাঁটিটিকেই লক্ষ্যস্থল করা হয়েছিল কি না, তা-ও পরিষ্কার হয়নি। রকেট হামলার পর ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি যুদ্ধ বিমান হামলাকারীদের অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে বলে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

সর্বশেষ খবর