মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার শঙ্কা

কয়েক দিনের ভারী বৃষ্টিতে চীনের গুয়াংডং প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বলা হচ্ছে- ৫০ বছরে এমন ভয়াবহ বন্যায় পড়েনি দেশটি। এর মধ্যে প্রায় ৬০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ছাড়া এখন পর্যন্ত ১১ জন নিখোঁজ হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল চীনের রাষ্ট্রীয় মিডিয়া ও অনলাইনে প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে, বন্যায় গুয়াংডংয়ের বিশাল অংশ প্লাবিত হয়ে গেছে ও উদ্ধারকারীরা কোমর সমান পানিতে লাইফবোটে করে মানুষদের নিরাপদে নিয়ে যাচ্ছেন। বেশ কয়েকটি বড় নদীর তীরও ভেঙে গেছে। কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভয়াবহ বন্যা ঝুঁকির মুখে পড়েছে ১২ কোটি ৭ লাখ মানুষ। তাদের সুরক্ষায় রবিবার সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিতে হয়েছে।

সর্বশেষ খবর