মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
লোকসভা নির্বাচন

প্রথম সাংসদ বিজেপির মুকেশ দালাল

কলকাতা প্রতিনিধি

সবে মাত্র ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছে। সাত দফার এ নির্বাচন শেষ হবে আগামী ১ জুন। ভোট গণনা ৪ জুন। কিন্তু তার আগেই খাতা খুলল ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন দলের গুজরাটের সুরাত কেন্দ্রের প্রার্থী মুকেশ কুমার চন্দ্রকান্ত দালাল। নির্বাচনি ময়দান থেকে তার প্রতিপক্ষরা সরে দাঁড়ানোয় ফাঁকা মাঠে জয় পেয়েছেন ৬২ বছর বয়সী দালাল। গতকালই তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। রবিবার এ কেন্দ্রে মুকেশের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়নপত্র বাতিল করে দেয় রিটার্নিং অফিসার সৌরভ পারধি। পরবর্তীতে সুরাত কেন্দ্রে নীলেশের পরিবর্তিত প্রার্থী হিসেবে সুরেশ পাডশালাকে মনোনয়ন দেয় কংগ্রেস। কিন্তু তার মনোনয়নপত্রও অবৈধ বলে গণ্য হয়। পাশাপাশি ওই আসনের বাকি আটজন প্রার্থীও তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

সর্বশেষ খবর