বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইংলিশ চ্যানেলে ৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

যুক্তরাজ্যের পার্লামেন্টে সোমবার রুয়ান্ডা বিল পাস হয়েছে। ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে উড়োজাহাজ রুয়ান্ডা রওনা হবে বলে প্রত্যাশা যুক্তরাজ্য সরকারের। এদিকে বিল পাসের কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা থেকে সমুদ্রে পড়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রয়টার্স জানায়, সমুদ্রে বিকল হয়ে যাওয়া ছোট্ট নৌকাটিতে প্রায় ১১০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। জীবিতদের সন্ধানে ফ্রান্সের কোস্টগার্ড এখনো সমুদ্রে তল্লাশি অভিযান চালাচ্ছে। আঞ্চলিক গভর্নর সাংবাদিকদের বলেন, আজ ভোরে গাদাগাদি করে থাকা অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা সমুদ্রে বিকল হয়ে যায়। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর