শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি বিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিস

মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি বিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনি আরচণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে দেশটির নির্বাচন কমিশন-ইসি। এ বিষয়ে নোটিস দিয়ে দুই নেতার প্রতিক্রিয়া বা জবাব চাওয়া হয়েছে। মোদি ও রাহুল উভয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুই নেতার দল থেকে পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশও জানানো হয়। এরপরই তাদেরকে সতর্ক করে নোটিস পাঠায় কমিশন। এ বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেেক চিঠি পাঠিয়ে জবাব চেয়েছে ইসি। ২৯ এপ্রিল সকাল ১১টার মধ্যে সেই জবাব দিতে হবে। সম্প্রতি উত্তরপ্রদেশের আলিগড়ে সমর্থকদের উদ্দেশে মোদি বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে মা-বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। মোদির সেই মন্তব্যের নিন্দা করে সরব হয় কংগ্রেসসহ বিরোধী দলগুলো। ইসির কাছে অভিযোগ করে তারা। আর রাহুলের বিরুদ্ধে ভাষা ও অঞ্চলের ভিত্তিতে ঘৃণা ও বিভেদ সৃষ্টির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি।

সর্বশেষ খবর