শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
দুই ছেলের ‘দুর্নীতি’

তদন্তের মুখে মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দুই ছেলে মিরজান এবং মোখজানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থা এমএসিসি। সংস্থাটির প্রধান আজম বাকি জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবে মাহাথির মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গতকাল তদন্ত কর্মকর্তারা জানান, মিরজান এবং মোখজানির বিরুদ্ধে অফশোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ছেলেদের অর্থ পাচারের সঙ্গে মাহাথির মোহাম্মদের সংশ্লিষ্টতা রয়েছে কি না জানতে চাইলে এমএসিসির শীর্ষ কমিশনার বলেন, অভিযোগটি এখনো তদন্তাধীন। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি মাহাথির মোহাম্মদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। অনেকের ধারণা, মাহাথিরের পরিবারের সদস্যদের বিপদে ফেলতে এমএসিসিকে ব্যবহার করছে আনোয়ার ইব্রাহিম প্রশাসন।

সর্বশেষ খবর