শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড

ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড। এ বিষয়ক একটি চুক্তির অনুমোদন দিয়েছে সুইস পার্লামেন্টারি কমিটি। পার্লামেন্টে প্যাকেজটি ৮/৫ ভোটে পাস হয়। তবে ডানপন্থি দলগুলো চুক্তিটির বিরোধিতা করেছিল। বৃহস্পতিবার সুইস সেনাবাহিনী ও ইউক্রেনের জন্য ১ হাজার ১০০ কোটি সুইস ফ্রাঙ্কের একটি অতিরিক্ত তহবিল প্যাকেজের অনুমোদন দিয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষের নিরাপত্তা কমিটি। এ প্যাকেজে একটি অংশে ইউক্রেনের জন্য বরাদ্দ তহবিলটি অন্তর্ভুক্ত ছিল। মাল্টি-বিলিয়ন ডলারের এ প্যাকেজ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সুইজারল্যান্ডের নিরাপত্তা এবং ‘ইউরোপে শান্তির’ জন্য অনন্য অবদান রাখবে।

সর্বশেষ খবর