রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সুস্থ হয়ে উঠছেন রাজা চার্লস

সুস্থ হয়ে উঠছেন রাজা চার্লস

ক্যান্সারের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন ব্রিটিশ রাজা চার্লস। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী সপ্তাহ থেকে তিনি নিজের দায়িত্ব পালন শুরু করবেন বলে শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে।

বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র বলেন, ‘মহামান্য রাজার চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। তবে যেহেতু চিকিৎসকরা এখন পর্যন্ত হওয়া চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি নিয়ে সন্তুষ্ট তাই রাজা চার্লস এখন থেকে তার বেশ কিছু রাজকার্যের দায়িত্বে ফিরবেন।’ গত ফেব্রুয়ারিতে বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে ৭৫ বছর বয়সী রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার শনাক্ত হওয়ার খবর প্রকাশ করা হয়। যদিও তিনি কী ধরনের ক্যান্সারে আক্রান্ত তা স্পষ্ট করে জানানো হয়নি। বলা হয়েছে, তার বর্ধিত প্রোস্টেটের চিকিৎসার সময় শারীরিক পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। -বিবিসি

তারপর থেকে চিকিৎসা এবং বিশ্রামের জন্য রাজা চার্লস তার সব দায়িত্ব পালন স্থগিত করেন। যদিও এই সময়ে তিনি তার সরকারি দায়িত্ব পালন করে গেছেন। রাজা চার্লসের ক্যান্সারের চিকিৎসা কতদিন ধরে চলবে সে কথা বলার সময় এখনো আসেনি বলেও জানান ওই মুখপাত্র। বলেন, ‘এখন পর্যন্ত চিকিৎসায় তার শরীর যেভাবে সাড়া দিয়েছে তাতে চিকিৎসকরা খুবই আশাবাদী হয়ে উঠেছেন। এবং প্রত্যাশা করছেন, রাজার সুস্থ হয়ে ওঠার এই গতি অব্যাহত থাকবে।’ রাজা চার্লসের শরীরের সব শেষ অবস্থা বা তার ঠিক কী ধরনের চিকিৎসা চলছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। রাজা চার্লসের কাজে ফেরার খবরে দারুণ খুশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টে লেখেন, ‘সপ্তাহের শেষ প্রান্তে এটা দারুণ খবর!’

সর্বশেষ খবর