রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দুর্ঘটনা পিছু ছাড়ছে না মমতার

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষেত্রে দুর্ঘটনা কিছুতেই পিছু ছাড়ছে না। কখনো সড়কপথে, কখনো আকাশপথে, আবার কখনো নিজের বাড়িতে হোঁচট খেয়ে পড়ে গিয়ে চোট পেয়েছেন তিনি। অবশেষে এবার হেলিকপ্টারের ভিতর হোঁচট খেয়ে পড়ে গেছেন তিনি। এখন গোটা ভারতজুড়ে চলছে লোকসভার নির্বাচন। সাত দফার এই নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। বাকি রয়েছে আরও পাঁচ দফার ভোট গ্রহণ। ফলে নির্বাচনি প্রচারণায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াতে হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রধানকে।

মমতা ব্যানার্জিকে। গতকাল তেমনই এক নির্বাচনি প্রচারণায় যাচ্ছিলেন মমতা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে এক জনসভায় যাওয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে দুর্গাপুর থেকে হেলিকপ্টারে চাপতে যাচ্ছিলেন তিনি। গান্ধী মোড় মেলা ময়দানে হেলিকপ্টার তৈরি ছিল, কিন্তু সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকে নিজের সিটে বসতে গিয়েই ঘটে অঘটন। হোঁচট খেয়ে ভিতরেই পড়ে যান মুখ্যমন্ত্রী। পিছনেই ছিলেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী। সঙ্গে সঙ্গে রক্ষী গিয়ে পিছন থেকে তাঁকে টেনে তুলতে যাচ্ছিলেন। কিন্তু ততক্ষণে হেলিকপ্টারের ভিতরে মমতা লুটোপুটি খাচ্ছিলেন। এরপর তাঁকে টেনে তুলে সিটে বসানা হয়। পরে অবশ্য তাঁর হেলিকপ্টার রওনা দেয় আসানসোলের উদ্দেশ্যে। জানা গেছে, সামান্য চোট পেলেও মমতার তেমন কোনো ক্ষতি হয়নি।

 

সর্বশেষ খবর