সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মার্কিন পুলিশের ফের হাঁটুর চাপ দিয়ে হত্যা

এবারও শিকার এক কৃষ্ণাঙ্গ। পুলিশ তাকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে রেখেছিল ঘাড়। দম বন্ধ হয়ে মৃত্যু হলো শেষমেশ। ২০২০ সালে জর্জ ফ্লয়েডের মৃত্যুর স্মৃতি ফিরল জো বাইডেনের আমেরিকায়। এবার মৃত্যু হলো ফ্র্যাঙ্ক টাইসনের। ফ্র্যাঙ্ক টাইসনও কৃষ্ণাঙ্গ। আমি শ্বাস নিতে পারছি না..., সেই গোঙানির মধ্যেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যক্তি। পুলিশ তখনো হাঁটু দিয়ে চেপে রেখেছে ঘাড়। ওহাইও-তে পুলিশ বিভাগ ফুটেজ প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে, পুলিশ ফ্র্যাঙ্ক টাইসন (৫৩) নামে একজনকে আটক করছে। এরপর টাইসনের পিঠে বসে ঘাড়ে হাঁটু চাপিয়ে ধরল। নিজেকে মুক্ত করার জন্য খানিক ক্ষণ ছটফট করতে করতেই, টাইসন নিস্তেজ হয়ে যান। এরপর টাইসনকে ক্লিভল্যান্ডের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফ্র্যাঙ্ক ২৪ বছরের সাজা ভোগ করার পর ৬ এপ্রিল কারাগার থেকে  মুক্তি পান।

সর্বশেষ খবর