সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৪৫ ডিগ্রি

গরমে নাজেহাল গোটা এশিয়া। তবে একটু বেশিই অস্বস্তিতে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ। প্রায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে বইছে তাপপ্রবাহ। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। তবে শনিবার সবচেয়ে বেশি গরম ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায়। আবহাওয়া দফতরের তথ্যমতে, এ দিন ওই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। তীব্র খরতাপে পুড়ছে বর্ধমান, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়াসহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাও।

সর্বশেষ খবর