বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

গাজায় যুদ্ধাপরাধ ও নানা অপরাধের অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। কেবল তিনিই নন, তেল আবিবের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ট এবং বহু সেনা কর্মীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ফলে এ সপ্তাহেই নেতানিয়াহুসহ বাকিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে। ২০১৪ সালের ইসরায়েল-হামাস যুদ্ধেই অভিযোগ উঠেছিল। আর সেই সংঘর্ষে ইসরায়েলের প্রশাসনকে কাঠগড়ায় তুলে তিন বছর আগে তদন্ত শুরু করেছিলেন আদালত। এ পরিস্থিতিতে নেতানিয়াহু চাপে রয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোন করে পরোয়ানা জারি হওয়া আটকাতে তৎপর হয়ে পড়েছেন বলে জানা গেছে।

গত অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিঃশেষ না করে অভিযান শেষ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। কিন্তু নেতানিয়াহু হামাস বাদ দিয়ে বরং সাধারণ মানুষকে হত্যা করছেন।

 

 

 

সর্বশেষ খবর