শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

জোরালো উদ্যোগ সত্ত্বেও সংশয়

গাজায় অস্ত্রবিরতি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দমন করতে গাজায় ইসরায়েলের অভিযানকে ঘিরে দেশে-বিদেশে বিতর্কের শেষ নেই। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখান থেকে হামাসকে নির্মূল করতে বদ্ধপরিকর। ইসরায়েলের দাবি, হামাস নেতারা রাফায় লুকিয়ে আছে। ফলে সেখানে হামলা চালানো হবে। কিন্তু সেখানে সামরিক অভিযান চালালে স্থানীয় বাসিন্দা ও গাজার বাকি অংশ থেকে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ শরণার্থীর জীবন বিপন্ন হবে বলে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ নেতানিয়াহুকে সতর্ক করে আসছে। অন্যদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বদলে অস্ত্রবিরতি-সংক্রান্ত বোঝাপড়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাফা শহরে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি ইসরায়েলের ওপর প্রভাব রাখতে পারে এমন সব দেশের উদ্দেশে সর্বশক্তি প্রয়োগ করে এমন অভিযান বন্ধ করার চেষ্টার আবেদন জানিয়েছেন। জাতিসংঘের সাহায্যকারী সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, রাফা শহরে স্থলবাহিনীর অভিযান হলে সেই ট্র্যাজেডি বর্ণনা করার শব্দ থাকবে না।

সর্বশেষ খবর