শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ার ভিতরে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন : ক্যামেরন

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, রাশিয়ার ভিতরে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারে কিয়েভ। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। কারণ, রাশিয়ার ভিতরে টার্গেটে আঘাত করার অধিকার তাদের আছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে এসব মন্তব্য করেছেন ক্যামেরন। সেখানে তিনি বলেছেন, যতদিন প্রয়োজন হবে ততদিন বছরে ৩০০ কোটি পাউন্ড ইউক্রেনকে দিয়ে যাবে ব্রিটেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এটা হলো সরাসরি উত্তেজনা সৃষ্টি করা। এর ফলে ইউরোপের নিরাপত্তা বড় রকম হুমকিতে পড়বে। ওদিকে রাশিয়ার ভিতরে তেল শোধনাগারগুলোতে হামলা স্থগিত করতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ, এ থেকে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এ সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রাশিয়া যদি ফ্রন্টলাইন ভঙ্গ করে তবে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি বৈধ কি না তা বিবেচনা করতে হবে পশ্চিমকে। এর বিরুদ্ধেও কড়া জবাব দিয়েছেন দমিত্রি পেসকভ। তিনি বলেছেন, ম্যাক্রোঁ খুব বিপজ্জনক কথা বলেছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কিছু গ্রামকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের অস্ত্র ও মানবশক্তির সংকটের সুযোগে তারা এই দখলদারিত্ব চালিয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এবং সামি অঞ্চলে এই গ্রীষ্মে আক্রমণ জোরালো করতে পারে রাশিয়া।

সর্বশেষ খবর