শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

মার্কিন সেনাঘাঁটিতে ‘ঢুকে পড়ল’ রুশ সেনা

নাইজার

মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ঢুকে পড়ল রুশ সেনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আফ্রিকার নাইজারে। জানা গেছে, দিন কয়েক আগেই মার্কিন সেনাকে দেশ ছেড়ে চলে যেতে বলেছিল নাইজারের সামরিক জান্তা। তার পরই মার্কিন সেনার জন্য নির্ধারিত ঘাঁটিতে ঢুকে পড়ে রুশ সেনাবাহিনী। কয়েক বছর ধরে নাইজারে ১ হাজার সেনা মোতায়েন করেছে আমেরিকা। কিন্তু কয়েক দিনে বারবার মার্কিন প্রশাসনের সঙ্গে জান্তার মতপার্থক্য ঘটে। তার জেরেই মার্কিন সেনাকে দেশ ছাড়তে বলে নাইজার সরকার। তবে ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, বিমানঘাঁটিতে রুশ সেনাদের উপস্থিতি রয়েছে। মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়নি। ‘ উল্লেখ্য, আফ্রিকার কয়েকটি দেশ থেকে উচ্ছেদ হয়েছে পশ্চিমা দেশগুলোর সেনাবাহিনী। মালি এবং বুরকিনা ফাসো ছেড়েছে ফ্রান্সের সেনা। চাদ থেকে সরানো হয়েছে মার্কিন সেনা।

এ পরিস্থিতিতে রুশ সেনা পৌঁছেছে নাইজারে। কারণ আফ্রিকার একাধিক দেশের বন্ধু হতে উদ্যোগী হয়েছে মস্কো। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার পশ্চিমা ফৌজকে হঠিয়ে আফ্রিকায় আধিপত্য প্রতিষ্ঠা করবে রাশিয়া?

সর্বশেষ খবর