শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন রাজভবনের এক অস্থায়ী নারী কর্মী। পুলিশের কাছে চিঠি দিয়ে রাজভবনের ওই অস্থায়ী নারী কর্মী অভিযোগ করেছেন, ২৪ এপ্রিল ও ২ মে রাজ্যপালের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন এবং দুবারই তাকে যৌন হেনস্তা করেন রাজ্যপাল। বৃহস্পতিবার রাতে পুলিশের বড় কর্তারা ওই নারীর সঙ্গে কথা বলেন। রাজ্যপাল অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ‘সাজানো অভিযোগে ভয় পাই না। সত্যের জয় হবে। আমাকে অপবাদ দিয়ে কেউ যদি ভোটে লাভ খুঁজতে চায়, তাহলে ঈশ্বর তাদের করুণা করুন।

সর্বশেষ খবর