সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

নেপালের মুদ্রায় ভারতীয় এলাকার ছবি, নয়া বিতর্ক

নেপালের মুদ্রায় ভারতীয় এলাকার ছবি, নয়া বিতর্ক

ফের ভারত নেপাল সম্পর্ক নিয়ে টানাপড়েন। নতুন ১০০ টাকার নোট বাজারে আনতে চলেছে নেপাল সরকার। সেই নোটে ভারতের তিন এলাকাকে দেখানো হয়েছে নেপালের জায়গা হিসেবে। এ তিন জায়গা হলো লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি। নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে নেপালের একটি নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে ১০০ টাকার নোটে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ রেখা শর্মা আরও বলেছেন, ‘সরকার নতুন ১০০ টাকার ব্যাংক নোট ছাপানোর  সিদ্ধান্ত নিয়েছে। যা অনুমোদন করেছে মন্ত্রিসভা।’

প্রসঙ্গত, তিন বিতর্কিত ভূখন্ড নিয়ে ভারতের সঙ্গে আগে থেকেই দুই দেশের দ্বন্দ্ব। ২০২০ সালেও ভারতের আপত্তি উড়িয়ে দেশের নতুন মানচিত্রে সেই জায়গাগুলো নিজের বলে দেখায় নেপাল। তখন থেকে দুই দেশের সম্পর্কে চিড় ধরে।

সর্বশেষ খবর