সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

সৌদিতে আরও ১৯৬৬২ অভিবাসী গ্রেফতার

আরও প্রায় ১৯ হাজার ৬৬২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতারের কথা জানাল সৌদি আরব। এক সপ্তাহে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। গালফ নিউজ জানায়, গ্রেফতারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ১২ হাজার ৪৩৬ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ৪ হাজার ৪৬৪ জন এবং শ্রমবিধি লঙ্ঘনকারী রয়েছে ২ হাজার ৭৬২ জন। গ্রেফতারদের মধ্যে ১ হাজার ২৩৩ জন অবৈধভাবে সৌদিতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে। বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টা করায় গ্রেফতার হয় আরও ৯৬ জন। এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ এবং সহায়তা করার অভিযোগে গ্রেফতার হয়েছে আরও ৯ জন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, আইন ভঙ্গকারীদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

সর্বশেষ খবর