মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ০০:০০ টা
তৃতীয় দফায় লোকসভার নির্বাচন আজ

ভাগ্য নির্ধারণ হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অনেক মন্ত্রীর

কলকাতা প্রতিনিধি

ভারতের সাত দফার লোকসভা নির্বাচনের দুই দফার ভোট গ্রহণ শেষ। আজ তৃতীয় দফার ভোট গ্রহণ। এই দফায় ভোট নেওয়া হবে ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি কেন্দ্রে। যে কেন্দ্রগুলোয় ভোট হবে- গুজরাট (২৫), কর্ণাটক (১৪), মহারাষ্ট্র (১১), উত্তরপ্রদেশ (১০), মধ্যপ্রদেশ (৯), ছত্তিশগড় (৭), বিহার (৫), আসাম (৪), পশ্চিমবঙ্গ (৪), গোয়া (২), দাদরা এবং নগর হাভেলি, দমন এবং ডিউ (২)। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির অমিত শাহ (গান্ধীনগর)। এ ছাড়া আজ লড়বেন বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (গুনা), মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহান প্রমুখ।

সাত দফায় নির্বাচনের প্রথম তিন দফার ভোটের পরই দেশটির ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২৮৩ আসনে ভোট নেওয়া সম্পন্ন হবে। পরবর্তী অর্থাৎ চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৬ মে এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ১ জুন। গণনা আগামী ৪ জুন।

সর্বশেষ খবর