বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

সিক্স-জি আনতে চায় আমিরাত

মোবাইল নেটওয়ার্কের ষষ্ঠ প্রজন্ম চালু করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০৩০ সাল নাগাদ সিক্স-জি নেটওয়ার্ক চালু করতে চায় এটি। ষষ্ঠ প্রজন্মের এ নেটওয়ার্ক ব্যবহার করে মানুষ তার পঞ্চেন্দ্রিয় ডিজিটাল পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারবেন। এর মাধ্যমে দৃশ্য, শব্দ, স্বাদ, স্পর্শ ও গন্ধ মানুষের এ পাঁচ ইন্দ্রিয় ডিজিটাল উপায়ে বিশ্বে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যাবে বলে প্রত্যাশা করছে টিডিআরএ। ২০১৮ সালে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্কের সূচনা করেছিল আরব আমিরাত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর